 |
| Free website making |
ব্লগ ওয়েবসাইট তৈরি।
কিভাবে ফ্রিতে একটা অনন্য সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় তা যদি আপনি না জেনে থাকেন তাহলে পুরো আর্টিকেলটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে পড়ুন। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার অনেক সাইট আছে। যারা ফ্রিতেই আপনাকে সুন্দর ওয়েবসাইট তৈরি করে দিবে। আপনি যদি বিনা মূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক কাজে আসবে।
অনেকে আবার প্রশ্ন করে থাকেন- "ফ্রিতে আমরা কোন সাইটের হেল্প নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি।" আপনি যদি একদম ফ্রি, অর্থাৎ এক টাকাও খরচ না করে একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি ব্লগার ডট কম থেকে বানাতে পারেন। ব্লগার থেকে ওয়েবসাইট তৈরি করলে আপনার এক টাকাও খরচ হবেনা। ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার কিছু জিনিস অবশ্যই থাকতে হবে।
ওয়েবসাইট তৈরির জন্য কী কী প্রয়োজন
ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আপনার একটি কম্পিউটার বা মোবাইল লাগবে। আর অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার চলুন কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবো সেটা জেনে নিই। ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
ওয়েবসাইট তৈরির ধাপ
Step1-
প্রথমে আপনার ব্রাউজারে সার্চ করবেন "blogger.com" লিখে অথবা এখানে ক্লিক করুন
ব্লগার ডট কমএরপর জিমেইল দিয়ে সাইন আপ করুন।
Step2-
সাইন আপ করার পর create a blog নামে একটা বাটন দেখতে পাবেন। ঐটার উপর ক্লিক করলেই এরকম একটা পেজ ওপেন হবে।
এখানে টাইটেলের জায়গায় আপনার ওয়েবসাইট যে নামে খুলতে চাচ্ছেন, সেই নামটা দিবেন। এবং next এ ক্লিক করবেন। তার পর নিচের মত একটি পেজ আসবে
Step3-
এখানে address এর জায়গায় আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম দিবেন। যেমন- freewebsitetoire.blogspot.com এখানে আপনি একটি ফ্রি ডোমেইন পেয়ে যাবেন। সেই সাথে ফ্রি হোস্টিং। তবে আপনি যে ডোমেইন নেম দিবেন তার সাথে .blogspot.com যুক্ত থাকবে। তবে আপনি চাইলে পরবর্তীতে একটি কাস্টম ডোমেইন কিনে নিতে পারবেন। তো এখানে address দেওয়ার পর আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। address available না দেখালে এ্যাড্রেস পরিবর্তন করে দিবেন। এ্যাড্রেস সবসময় ইংরেজি বর্ণমালার ছোট হড়ফের হয়। এ্যাড্রেস এর মাঝে কোনো স্পেস দেওয়া যায় না
ফ্রি ওয়েবসাইট খোলার নিয়ম গুলো এতোক্ষণে জানলেন
এবার আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আপনাকে আপনর ওয়েবসাইটের ড্যাসবোর্ডে নিয়ে যাওয়া হবে। আপনি চাইলে মোবাইল দিয়েও ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তার জন্য আপনার ব্রাউজারে ডেস্কটপ মুড অন করে দিতে হবে। বাকি কাজ গুলো একই।
0 Comments